কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় ১৩.৮ কেজি গাঁজাসহ চাঁদপুরের ফরিদগঞ্জের একজনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩.৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিয়া গ্রামের মোঃ খুরশিদ আলম এর ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (৩৬) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা (হাজী বাড়ী) গ্রামের মৃত মেহেরউল্ল্যা এর ছেলে আব্দুল কুদ্দুছ পাটোয়ারী রোমান।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
স্টাফ করেসপন্ডেট, ১৪ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur