Home / চাঁদপুর / আজিজ খান দুদু শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হওয়ায় সকলের শুভেচ্ছা
বিদ্যোৎসাহী সমাজকর্মী

আজিজ খান দুদু শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হওয়ায় সকলের শুভেচ্ছা

চাঁদপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপজেলা পর্যায়ে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ আজিজ খান দুদুকে বাছাই কমিটিতে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজ খান দুদু।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত জেলা শিক্ষা অফিসার বরাবরে প্রেরিত বাছাই তালিকা থেকে এ তথ্য জানা যায়। বাছাই কমিটি সার্বিক দিকবিবেচনা করে সফরমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আজিজ খান দুদু কে উপজেলার ১ম স্থান অধিকারী হিসেবে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে তালিকা ভুক্ত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ৩নং কল্যাণপুর ইউনিয়ন সহ উপজেলার সর্বস্তরের জনগণ বলেন মূলত প্রাথমিক স্তরে শিক্ষার্থীর ঝড়ে পড়ার রোধকরণকল্পে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিকরণে আজিজ খান দুদু’র অবদান ব্যাপক। যোগ্য মানুষকে এই সম্মাননা দেয়ার জন্য সংশ্লিষ্টদ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন।

তার কৃতত্বের বিষয়ে জানতে চাইলে মোঃ আজিজ খান দুদু বলেন, এ এলাকার অনেকেই জানেন আমরা একটি শিক্ষাবান্ধব পরিবার। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষিত ব্যক্তির গুরুত্ব অপরিসীম। শিক্ষার হার ও মানোন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী নানামুখি পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালনসহ সচেতন হতে হবে। দারিদ্রতার কারণে কেউ যেন ঝড়ে না পড়ে সেজন্য সরকার প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ সহ নারী পুরুষ সকল শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি সহায়তা দিয়ে আসছে। আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সমাজকর্মী হিসেবে সমাজ সংস্কারে এ ধারা যাতে অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

১৩নং সফরমালী সপ্রাবির প্রধান শিক্ষিকা মাধুরি সেন বলেন, ওনি উপজেলায় শ্রেষ্ট সভাপতি হিসেবে ১ম স্থান অধিকার করায় আমরা সকলেই গর্বিত। ওনি একজন শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তি।তিনি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের যথারীতি পাঠদান ও উন্নয়নমুলক কাজ সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি তদারকি করে থাকেন।

কোন সময় বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে কোন রকম জঠিলতার সৃষ্টি হলে তার পরামর্শে ও দিকনির্দেশনায় ও অন্যান্য কমিটির সদস্যগণের সমন্বয়ে তাৎক্ষনিক ভাবে সে বিষয়টি নিরসন করা হয়। আমি মনে করি স্বীয় কর্মগুণেই তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। আমাদের প্রত্যাশা উনি যেন জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠতা অর্জন করতে পারেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৫ নভেম্বর ২০২২