বিদ্যুতের আলোয় আলোকিত হলো চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কংগাইশ পূর্বপাড়ার ৩৭ পরিবার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির বরাদ্ধকৃত বিদ্যুত লাইনটি চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে কংগাইশ পূর্বপাড়ার ৩৭ জন গ্রাহক সংযোগ পেলো। বাকিরা আগামী কয়েক মাসের মধ্যে পেয়ে যাবে বিদ্যুত সংযোগ।
বিদ্যুত সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী মাহবুব-উল-আলম লিপন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম পংকজ চৌধুরী, সদস্য সেবা কো-অডিনেটর মো. মুকবুল হোসেন, শহর আওয়ামী লীগ নেতা শাহনাজ মারওয়ান, বাচ্চু মিজি, আবদুস সাত্তার মাস্টার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বাগু, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ যুবলীগ, ছাত্রলীগ, তরুণলীগ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মেহেদী হাছান
||আপডেট: ০৬:১৯ পিএম,১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
