চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ওই যুবকের নাম ইমাম হোসেন (২৪)।
৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ইমাম হোসেন হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের শহীদ উল্যাহর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান ইমাম হোসেন। টাকার ব্যবস্থা করে দেবেন বলেছিলেন বাবা। কিন্তু টাকা দিতে বিলম্ব হওয়ায় রাগ করে এমন কাজ করেছেন বলে পরিবারের দাবি।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, বিদেশ যাওয়ার টাকা জোগান দিতে দেরি করায় বাবার ওপর অভিমান করেন ইমাম হোসেন। সোমবার রাতে ঘরে ফাঁস দেন তিনি। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
হাজীগঞ্জ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur