Home / জাতীয় / রাজনীতি / বিদেশি হত্যাকাণ্ড সরকার চায়নি

বিদেশি হত্যাকাণ্ড সরকার চায়নি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের লক্ষণ কি? কেনইবা এই হত্যাকাণ্ড? আমাদের দেশে বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। দুই বিদেশি হত্যাকাণ্ড সরকার কখনও চায়নি।’

বৃহস্পতিবার বিকেল ৩টায় কুষ্টিয়ার হানিফ নগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘সরকারকে অস্থিতিশীল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ডাকাতি বা ছিনতাই করার জন্য এ হত্যাকাণ্ড নয়। পারিবাবরিক কিংবা ব্যাবসায়িক দ্বন্দ্বের কারণেও এ হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যেই দুই বিদশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সে তথ্য গোয়েন্দা সংস্থার কাছে চলে এসেছে। এর মধ্যে বেশকিছু বিএনপি নেতার সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। পূর্ণ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। এর সঙ্গে যতো শক্তিশালীরাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নের্তকর্মীরা উপস্থিত ছিলেন। (বাংলামেইল)

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক: ।। আপডেট ১২:৩০ পিএম ২৩ অক্টোবর, ২০১৫ শুক্রবার
ডিএইচ