Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
বিজয় দিবস পালিত, বিজয় দিবস পালিত

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিবসটির প্রথম প্রহর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত শহীদ মক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি, থানা পুলিশ বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছেংগারচর পৌর পরিষদ, ছেংগারচর পৌর আ’লীগ,উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তানান কমান্ড, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজ মিয়া।

পরে উপজেলা বটমুলে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড,নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা,ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার,সহকারী কমিশনার ভুমি(এসিল্যান্ড) আফরোজা বেগম শাপলা প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,১৬ ডিসেম্বর ২০২০