Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তর কলাকান্দায় বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয়

মতলব উত্তর কলাকান্দায় বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড় যুবসমাজের উদ্যোগে হানিরপাড় নয়াবাড়ি সংলগ্ন স্থানে ৫০তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও স্বাধীনতার সূর্বজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্ম বার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় নয়াবাড়ি সংলগ্ন স্থানে মহান মুক্তিুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেন হানিরপাড় যুবসমাজ। যার আর্থিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ৬নং কলাকান্দা ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত জনপ্রিয় সফল চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৬নং কলাকান্দা ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা।

কলাকান্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউল্লাহ দর্জির সভাপতিত্বে ও কলাকান্দা ইউপির উদ্যোক্তা আঃ বাতেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, সাংবাদিক মোঃ কামাল হোসেন খান, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন মোল্লা,কলাকান্দা ইউপি সচিব শ্যামল কুমার দাস, কলাকান্দা ইউপির বিনাপ্রতিদ্ব›িদ্ধতায় নির্বাচিত মেম্বার আঃ সাত্তার বেপারী, নব-নির্বাচিত মেম্বার মোঃ মেহেদী হাসান, মোঃ কবির হোসেন, মোঃ মানসুর আলম, আবুল বাশার, মাকসুদুর রহমান, মতলব উত্তর উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান, ছেংগারচর পৌর আ’লীগের ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক দিদার মোল্লা,উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ খোরশেদ আলম,ছেংগারচর পৌর যুবলীগ নেতা মোঃ বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মোঃ শাহজালাল,পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী, কিবরিয়া খান, মোঃ শান্ত, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবুল সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ অলিউল্লাহ প্রমূখ। আলোচনা সভা শেষে টাকা তৈকে আগত জনপ্রিয় ব্যান্ড শিল্পিগোষ্টির সমন্বয়ে মধ্য রাতপর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক