১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে অঙ্গিকার পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলী, শহরের নিশিবিল্ডং এলাকার কার্যালয়ে আলোচনা সভা, শপত চত্ত্বরে মাস্ক বিতরণ এবং মসজিদে মিলা দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এসোসিয়েশন ট্রাস্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, মাস্টার অফিসার (অব.) মো. জাহাঙ্গীর আলম।
চাঁদপুর সদরের সভাপতি মো. রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন, সার্জেন্ট অব. মালেক সরোয়ার, আইয়ুব আলী, তাজুল ইসলাম, ল্যান্স নায়ক হেদায়েত উল্লাহ, কর্পোরাল আবুল কাশেম আজাদ, নোয়াব মিয়া, সাজেন্ট শাহাদাত হোসেন প্রমুখ।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৬ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur