Home / চাঁদপুর / চাঁদপুরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা
muktijuddher bijoy..

চাঁদপুরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা

চাঁদপুরে মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর (শনিবার) সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডল।

তিনি বক্তব্যে বলেন, দেশ প্রেম মানুষের বড় প্রেম। এ দেশ প্রেমে উজ্জিবিত হয়ে মুক্তিযুদ্ধারা দেশকে স্বাধীন করেছেন। জাতীর জনককে নিয়ে কেউ কখনো তুলনা করবেন না। কারন তিনি বাঙ্গালী জাতীর বীর।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শওকত ওচমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আখতারী জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন।

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মহসীন পাঠান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সদর অভিষেক দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ