মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহি অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ূন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ, ডিজিএম মোঃ মোবারক হোসেন, আইসিটি অফিসার মোঃ শাহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবং দ্বিতীয় ঢেউ করোনা ভাইরাসের সচেতনতার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহন হয়।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur