Tuesday, July 28, 2015 08:52:58 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
ছয় মাস বয়স থেকেই শিশুদের মুখে আধো বুলি ফোটে। বাবা, মা, দাদা, নানা ডাকতে থাকে অস্ফুটে। কিন্তু মাত্র তিন মাস বয়সে যদি স্পষ্ট করে কথা বলে তাহলে যে কারো ভড়কে যাওয়ারই কথা।
অনলাইন গণমাধ্যম ম্যাশেবল এমনই একটি প্রতিবেদন ছেপেছে। এখানে ছোট্ট একটি ভিডিও ক্লিপে বাবা আর তিন মাস বয়সী শিশুর কথপোকথন দেখা যাচ্ছে।
ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন বাবা টেড মোসকালেঙ্কো। এতে দেখা যাচ্ছে তিনি ছেলেকে আদর করে বলছেন, ‘আই লাভ ইউ’। কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেলেন যখন ছেলে বেন তার কথারই প্রতিধ্বনি করে বললো, ‘আই লাভ ইউ’।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur