Home / জাতীয় / খালেদা জিয়ার জনসম্মুখে বিচার হওয়া উচিত : প্রধানমন্ত্রী
Hasina-Nari
ফাইল ছবি

খালেদা জিয়ার জনসম্মুখে বিচার হওয়া উচিত : প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানো এবং জঙ্গিদের সহায়তার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসম্মুখে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি এ মন্তব্য বলেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে রাজধানীতে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খালেদা জিয়া জঙ্গিদের কেন বাঁচিয়ে রাখতে চান সে বিষয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তাদের বিএনপি বরাবর সহযোগিতা করেছে।

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, খেতাবও পেয়েছিলেন এ কথা উল্লেখ করে শেখ হাসিনা অভিযোগ করেন, সেই জিয়াউর রহমানই স্বাধীনতাবিরোধী জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।

আর বিএনপি বরাবরই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে মদদ দিয়ে এসেছে বলেই জঙ্গিদের জন্য এখন তাদের এত মায়াকান্না।

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৯:৫০ পিএম,৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার
এইউ

Leave a Reply