Home / জাতীয় / বিকাশে ভাতা পাবেন ২০ লাখ উপকারভোগী
hasina

বিকাশে ভাতা পাবেন ২০ লাখ উপকারভোগী

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।

বিকাশের মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সারা দেশের ২৪ টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগীর কাছে এ ভাতা পৌঁছে যাবে। কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ আউট করে নিতে পারবে উপকারভোগীরা। ক্যাশ আউট খরচের সাত টাকা সরকার বহন করবে, বাকি টাকা বহন করবে বিকাশ।

ঢাকা ব্যুরো চীফ , ১৫ জানুয়ারি ২০২১
এজি