Home / চাঁদপুর / বিএমএ চাঁদপুর জেলা শাখার ইফতার
বিএমএ চাঁদপুর জেলা শাখার ইফতার

বিএমএ চাঁদপুর জেলা শাখার ইফতার

আশিক বিন রহিম :

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রেনেটা লিমিটেডের সৌজন্যে ইফতার ও দোয়া বুধবার চাঁদপুর শহরের অনন্যা সুপার মার্কেটের ৩য় তলার লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএমএ’র সভাপতি ডা. হারুনুর রশিদ সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখাকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংগঠনের সকল সদস্য যদি এক হয়ে কাজ করে তা হলে চাঁদপুর জেলা বিএমএ’কে কেউ পেছনে ঠেলে দিতে পারবে না। শুধু তাই নয়, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখা আরো অনেক শক্তি বৃদ্ধি পাবে সকলের ঐক্যের মাধ্যমে।

বক্তারা আরো বলেন, রেনেটা গ্রুপের চেয়ারম্যান হুমায়ুন কবিরের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, স্বাচিপ সভাপতি ডা. দেলোয়ার হোসেন ভূঁইয়া, ডা. এমএম হুদা, বিএমএ নেতা ডা. ফরিদ আহমেদ চৌধুরী, রেনেটা গ্রুপ চাঁদপুরের সেলস্ ম্যানেজার রবিউল আউয়াল, ডা. জাহাঙ্গীর খান, ডা. মোজাম্মেল হক প্রমুখ।

আলোচনাসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওছমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র হাফেজ মো. কাউছার আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ডা. সালেহ আহমেদ ডা. ফয়সাল আহমেদ, ডা. পীযুষ কান্তি বড়ুয়া, গোলাম কাউছার হিমেল, ডা. সুজাত উল্লাহ রুবেল, ডা. বেলায়েত হোসেন, ডা. টুটুল, ডা, নূরে আলম, ডা. মনিরুল ইসলামসহ জেলা বিএমএ’র সদস্যবৃন্দ।

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:১২ অপরাহ্ন, ২৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি