চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে মঙ্গলবার বিকেলে কালীয়াপাড়াস্হ দলীয় কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, যুবদল নেতা এহতেশামুল হক, এড. সাহেদুল হক মজুমদার, ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ প্রমূখ।
সভার প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘সরকার নানা মুখী চাপে রয়েছে। সকল জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করছে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আওয়ামীলীগ ওৎ পেতে আছে আমাদেরকে ধরার জন্য। তারা মামলা হামলা করে আমাদের নেতাকর্মীদের হয়রানি করবে। সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের ফাঁদে পা দেয়া যাবে না। নেতাকর্মীদের বলবো ফেইসবুকে লেখালেখির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তারা মামলা দিয়ে হয়রানি করবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। আমি নির্দেশ দিলাম যেখানে নেতাকর্মীদের উপর হামলা হলে প্রতিহত করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের সুসময়ে দলের মধ্যে থাকা মোনাফেকদের রেহাই দেয়া হবে না।’
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহরাস্তি প্রতিনিধি, ৩০ মে ২০২৩