আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে গিলে খেয়েছে। তারা আবার ক্ষমতায় গেলে দেশটাই গিলে খাবে। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না। বিএনপির হাতে দেশ কখনোই নিরাপদ নয়। যাদের নিজ দলের নেতাকর্মীদের ওপর নিয়ন্ত্রণ নেই, তারা কী করে দেশ চালাবে?
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাট চালিয়ে হাওয়া ভবন তৈরি করেছে, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে, গ্রেনেড হামলা করেছে, ভুয়া ভোটার তৈরি করেছে, দুর্নীতিতে পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে।
তিনি আরো বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই নেতাকর্মীদের রক্তচক্ষু দেখান না কেন, গোপনে বিএনপির অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করছে। এত টাকা তারা পায় কোথায়? তাদের টাকার উৎস কী? কারো আপত্তি-নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন বন্ধ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিকভাবেই হবে।
টাইমস ডেস্ক/ ১৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur