Home / জাতীয় / রাজনীতি / ৮ নভেম্বর জনসভা করতে চায় বিএনপি

৮ নভেম্বর জনসভা করতে চায় বিএনপি

ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ প্রতিহত করার হুমকির পরও কর্মসূচি আয়োজনে বিএনপি প্রথমে অনড় মনোভাব দেখালেও সেই অবস্থান থেকে সরে এসেছে। একই জায়গায় পরদিন সমাবেশে করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

বৃহস্পতিবার(৩নভেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতির কথা জানান রিজভী।

তিনি বলেন, আমরা আশা করছি, এই জনসভা সফল করার জন্য প্রশাসন যত শিগগিরই সম্ভব অনুমতি দেবেন। আমরা বিশ্বাস করি, ৮ নভেম্বর অনুমতি দেবে, না দেওয়ার প্রশ্ন আসে না। এর আগে ৭ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করার ঘোষণা দিলে তা করতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ হুমকি দেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। এ দিবসটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। আওয়ামী লীগসহ জাসদ দিবসটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করে। ৭ নভেম্বরের আগে ৩ নভেম্বর বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।(কালের কণ্ঠ)

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬: ৫৭ পিএম, ৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply