জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, জুমার খুতবা চলাকালে পূর্ব দিকে মার্কেটের একটি গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবরে চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সিদ্দিক বাজার কন্ট্রোল রুমের কর্মী জিয়াউর রহমান ঢাকাটাইমসকে জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত হবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ১০ পি.এম ৯মার্চ,২০১৮ শুক্রবার
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur