হরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (২৫ জুলাই) সকাল ৬ টায় বসত বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন জহির উদ্দীন (৪৫), আরজু (২২) ও রমেশা খাতুন (৩৮)।
আহতদের সূত্রে জানা যায়, হারুন, রব্বানী ও রাজুসহ ৯ থেকে ১০ ব্যক্তি অতর্কিতভাবে জহির উদ্দীনের বাড়ির ভিতরে হামলা চালায়, এতে তাঁরা ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর ভর্তি করে।
উপজেলার শীতলপুর গ্রামে জহির উদ্দীন বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার শীতলপুর গ্রামের মুসলেম উদ্দীনরে সাথে আমার জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল ৬টার দিকে ৮-১০ ব্যক্তি লাঠি-সোডা ও ইট-পাটকেল দিনে অতর্কিতভাবে তাদের বাড়িতে মামলা চালায় এতে জহির তার ছেলে আরজু (২২) ও বোন রমেশা খাতুন (৩৮) গুরুতর আহত হয়।
আত্মীয়-স্বজন আহতদের উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদের বাধা দেয়। পরে স্থানীয় লোকজন আমাদের হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯জনকে আসামী করে থানায় মামলা করা প্রস্তুতি চলছিলো।