চাঁদপুর বাঘড়া বাজারে আগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ জানুয়ারি) ভোরে ৪টার সময় সদর উপজেলার বাগাদী ইউনিয়নে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে চাঁদপুর (উত্তর) ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. রাসেল খান।
স্থানীরা জানান, রাতের দোকান বন্ধ করে যাওয়ার পর ওই দোকানের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে পাশ্ববতী দোকান থেকে ব্যবসায়ীরা টের পেয়ে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিলে সকলে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনে সব পুড়ে যায়।
সকলের চেষ্টার ফলে অন্য দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা এগুতে পারেনি। পাশের রিয়েল কম্পিউটার দোকানে আগুনের তাপে কিছুটা ক্ষতিগ্রহস্থ হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৫ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur