মাদারীপুর জেলার শিবচরে বাহাদুরপুরের ৭৩ তম ৩ দিন ব্যাপি বার্ষিক ওয়াজ বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি শেষ হবে। চাঁদপুরের বিভিন্ন লঞ্জঘাট থেকে এক যোগে ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বাহাদুরপুরের বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের লক্ষ্যে রওয়ানা হবে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী ।
চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে বাহাদুরপুরের অনুসারীদের কাফেলা দলবদ্ধভাবে ও সু-শৃংখলতার মাধ্যমে চাঁদপুরের ধর্মপ্রাণ মুসল্লীগণ যাত্রা করবেন। আজ ২৩ ফেব্রুয়ারি মাহফিলের ২য় দিন চলছে ।
ওই মাহফিলে ৩ দিন ব্যাপি দরুদে খতম,দোয়া ও দেশ,জাতি ও দেশেবাসীর শান্তি কামনা করে মহান আল্লার নিকট দোয়া প্রার্থনার মধ্যদিয়ে শিবচরে বাহাদুরপুরের ৭৩ তম ৩ দিন ব্যাপি বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি হওয়ার সিদ্ধান্ত রয়েছে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১২:২০ পিএম,২৩ ফেব্রুয়ারি ২০১৮,শূক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur