Home / সারাদেশ / কুমিল্লা থেকে বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ
বাস

কুমিল্লা থেকে বিভিন্ন রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং যাত্রীবাহী যানবাহনে তেলের দামের সাথে ভাড়া সমন্ব্যের দাবিতে কুমিল্লায় প্রথম দিনের মত পরিবহন ধর্মঘট চলছে। ভোর ৬টা থেকে কুমিল্লার সকল বাস ও ট্রাক চলাচল বন্ধ রেখেছে কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতি।

কুমিল্লার ৩টি বাস ট্রার্মিনাল থেকে ৪টি রুটে ২৬টি পরিবহনের প্রায় ২ হাজার বাস কুমিল্লা থেকে অনিদিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানান, সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিবহন চলাচল বন্ধের ঘোষণা না থাকলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কোন পরিবহনের মালিক সড়কে বাস নামাতে চাচ্ছে না। তাই আজ ভোট ৬টা তেকে সড়কে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বাড়তি তেলের দাম দিয়ে বাস চালাতে গিয়ে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

করোনাকালীন সময়ে পরিবহন মালিকরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। যে কারণে দাবি না মানা পর্যন্ত বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেছে যাত্রীরা।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৫ নভেম্বর ২০২১