চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ধেররা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (২৬), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।
নিহতদের সহপাঠী রবিউল ইসলাম জানায়, তারা ছয় বন্ধু মিলে কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরে একটি বিনোদন পার্কে বেড়াতে যাচ্ছিলেন।

এসময় তারা হাজীগঞ্জ ধেররা এলাকায় ভাইয়া সুপার মার্কেটের সামনে এলে চাঁদপুর থেকে ছেড়ে আস বোগদাদ বাস তাদের চাপা দেয়। এতে ৬ বন্ধুর মধ্যে তিন জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ হাজীগঞ্জ বাজার থেকে বোগদাদ বাসটি জব্দ করেছে।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ৩ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur