চাঁদপুর-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়াতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহষ্পতিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় কোন প্রাণহানী হয়নি।
স্থানীয়রা জানায় রায়পুর থেকে রঙ বোঝাই ট্রাক (খুলনা মেট্রো ট- ১১-২০১৫)টি ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামগামী জোনাকী পরিবহনের একটি বাস (লক্ষ্মীপুর ব-১১-০০১২) চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসচালক পরান (৪০), ট্রাকের চালক শহিদুল (২৬)সহ অন্তত ৪জন আহত হয়।
আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশার কারনে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। বাসে কোন যাত্রী না থাকায় কোন প্রাণহানী হয় নি।
সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক উপস্থিতি হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৪ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur