বাল্যবিয়ে এড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পালিয়ে কুমিল্লায় ৩৪ দিন আত্মগোপনে ছিল স্কুলপড়ুয়া দুই বান্ধবী। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭-এর একটি টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তারা দুজনই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে গিয়েই কুমিল্লা চলে যায়।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি টিম কুমিল্লার চান্দিনা থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসে। দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই ছাত্রী বাল্যবিয়ে এড়াতে ঘর ছেড়ে পালিয়ে কুমিল্লায় আত্মগোপনে ছিল বলে জানিয়েছে।’
জানা গেছে, এসএসসি পরীক্ষা দিতে গিয়ে গত ২৩ নভেম্বর নিখোঁজ হয় দুই বান্ধবী। নিখোঁজ হওয়ার আগে একজন ঘরে চিঠি লিখে যায়। মেয়ের সন্ধানে উভয়ের মা সীতাকুণ্ড থানায় পৃথক দুটি জিডি করেন। একইভাবে র্যাব কার্যালয়েও অভিযোগ দেন তারা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur