প্রতারণার মাধ্যমে কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সহযোগিসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। ওই প্রতারক আইনজীবি পরিচয়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে এ অর্থ হাতিয়ে নেন।
২৭ মার্চ সোমবার সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, একাধিক ভোক্তভোগির অভিযোগ তদন্ত করে সোমবার ভোর রাতে নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত এডভোকেট মোঃ এহতেশামুল হক নোমান ও সহযোগি তার শ্যালক জাহিদ হাসান ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, সার্টিফিকেট, ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রীনশট, আইনজীবী সম্বলিত মনোগ্রামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৭ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur