Home / খেলাধুলা / বাবা হতে চলছেন তামিম (ভিডিওসহ)
বাবা হতে চলছেন তামিম (ভিডিওসহ)

বাবা হতে চলছেন তামিম (ভিডিওসহ)

কিছুদিন আগে পিতৃত্বের স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান। এবার সাকিবের বন্ধু তামিম ইকবালও বাবা হতে যাচ্ছেন। তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই তথ্য।

বিপিএলের পর স্ত্রী আয়েশা সিদ্দীকার সঙ্গে লন্ডন ঘুরে এসেছেন জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। এক সপ্তাহ লন্ডন বেড়িয়েছেন তামিম –আয়েশা দম্পতি। সফর শেষ করে তামিম বেশ ঘটা করেই বলেছেন, ‘স্ত্রীর সঙ্গে শেষ সফর…। এরপর তো সঙ্গে আরেকজন থাকবে…’।

এমন ইঙ্গিত বাবা হওয়ারই, তা সহজেই অনুমেয়। শুক্রবার তামিমের কাছের লোকজনও বিষয়টি সত্য বলে স্বীকার করেছে। তবে কবে নাগাদ তামিম-আয়েশার ঘরে নতুন অতিথি আসবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সময় ধরে চলেছে প্রেম পর্ব। ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।

 বিয়ের পূর্বে তামিম-আয়েশার পারস্পরিক সম্পর্ক ও বর্তমান দাম্পত্য জীবন নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে দেয়া টকশোর video….