Home / শিক্ষাঙ্গন / সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক চিঠি
সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক চিঠি

সরকারি শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক চিঠি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানকে সরকারি স্কুলে পড়ানো বাধ্যতামূলক করে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার(৩১ আগস্ট) অধিদপ্তর থেকে শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়ে বলা হয়।

প্রাথমিক শিক্ষার মান এবং ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ‌্য। অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বলছেন, তাকে না জানিয়েই এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নিয়ে সমালোচনা হলে তা বাতিল করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, অন্যের সন্তানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ায় শিক্ষকরা আন্তরিক থাকেন না, নিজের সন্তানরা এসব বিদ্যালয়ে পড়লে তারা আন্তরিক থাকবেন… এ রকম একটা চিঠি নিচ থেকে চলে গেছে। এ রকম কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আমার কাছে কোনো ফাইল আসেনি, আমি এটা অনুমোদনও করিনি।

নিচ থেকে একটা নির্দেশনা পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকে শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনা ভালো হলে বহাল থাকবে জানিয়ে মহাপরিচালক বলেন, আর এটা নিয়ে সমালোচনা হলে, বিতর্ক উঠলে তা বাতিল করে দেব।(কালের কণ্ঠ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:৪২ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply