Home / শীর্ষ সংবাদ / বাধার মুখে চাঁদপুরে মতলব-কচুয়া প্রার্থীদের মনোনয়ন জমা
বাধার মুখে চাঁদপুরে মতলব-কচুয়া প্রার্থীদের মনোনয়ন জমা

বাধার মুখে চাঁদপুরে মতলব-কচুয়া প্রার্থীদের মনোনয়ন জমা

মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর ও কচুয়া উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র মিলে ৩৫ চেয়ারম্যান প্রার্থী চাঁদপুরে এসে তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।

কচুয়া উপজেলার ১২ ও মতলব উত্তরের ১২ ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সরকার দলীয় লোকদের হুমকির মুখে রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে ব্যর্থ হওয়ায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

এসব মনোয়নপত্র গ্রহণ করেন, সহকারী রিটার্নি কর্মকর্তা নির্মল চন্দ্র মজুমদার।

শেষ দিনে কচুয়া উপজেলার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন যারা, ৪নং সহদেবপুর পূর্ব ইউনিয়নের মো. আলমগীর হোসেন (বিএনপি), ৬নং উত্তর ইউপির মাসুদ রেজা খান (বিএনপি), ৩নং বিতার ইউনিয়নের মো. বজলুর রহমান মুন্সী (বিএনপি) একই ইউনিয়নে মো. শহীদুল্লাহ মুন্সী (বিএনপি), ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের লোকমান হোসেন (বিএনপি), ২নং পাথৈর ইউনিয়নের গোরফান উদ্দিন (স্বতন্ত্র), ১নং সাচার ইউনিয়নের আসকর আলী (স্বতন্ত্র), একই ইউনিযনের মোহাম্মদ উদ্দিন আখন্দ (বিএনপি), ১০নং গোহাট উত্তর ইউনিয়নের হাবিবুন নবী মোহাম্মদ শরীফুল হক শাহজী (বিএনপি), ১০নং গোহাট উত্তর ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র)।

মতলবল উত্তর উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন যারা, দুর্গাপুর ইউনিয়নের মো. আহসান মিয়া (স্বতন্ত্র), একই ইউনিয়নে মো. মনির হোসেন মিয়া (জাপা), শামছুদ্দিন সরকার (বিএনপি), সুলাতানাবাদ মো. আবু বক্কর ছিদ্দিক (স্বতন্ত্র), একই ইউনিয়নের মো. শফিকুল ইসলাম (বিএনপি), ইসলামবাদ ইউনিযনের মো. আলাউদ্দিন মুন্সী (বিএনপি), ফতেহপুর পূর্ব ইউনিয়নে মো. গোলাম নবী বাদল (স্বতন্ত্র), একই ইউনিয়নের মো. তোফায়েল আহমেদ (বিএনপি), ফতেহপুর পশ্চিম ইউনিয়নের মো. সলিম উল্যাহ (বিএনপি), একই ইউনিয়নে মো. রেজওয়ান (স্বতন্ত্র), সাদুল্যাপুর ইউনিয়নের মো. তাজুল ইসলাম (বিএনপি), বাগানবাড়ি ইউনিয়নের আবুল হোসেন চৌধুরী (বিএনপি), ৯ নং জহিরাবাদ ইউনিয়নে মো. মঞ্জুর মোর্শেদ (স্বতন্ত্র), একই ইউনিয়নের মো. সোলায়মান (বিএনপি), ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের রেজাউল করিম (আওয়ামী লীগ), একই ইউনিয়নে লতিফ প্রধান (বিএনপি), আবদুল গনি তপাদার (বিএনপি), সাখাওয়াত হোসেন গাজী (স্বতন্ত্র), ৮নং এখলাছপুর ইউনিয়নে মোহাম্মদ জসিম উদ্দিন (স্বতন্ত্র), একই ইউনিয়নে গোলাম ফারুক (স্বতন্ত্র), বজলুর রশিদ দেওয়ান (স্বতন্ত্র), ফরিদ উদ্দিন ছিদ্দিক (জাপা)।

এদিকে এসব প্রার্থীদের মধ্যে দু’একজন ছাড়া সবাই অনেকটা হুমকির মুখে পড়ে স্ব-স্ব উপজেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন। এতে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিতে প্রস্তুত হন। এতেও তাদের বাধার সম্মুখীন হতে হয়। পরিস্থিত একটু ব্যতিক্রম থেকে কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা না দিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

তবে প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। কিন্তু তাতেও কিছু সরকারদলের কর্মীদের বেপোরোয়া চলাফেরা লক্ষ্য করা গেছে।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানসহ আরো অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত থাকতে দেখা গেছে।

সাংবাদিকদেরকে তারা জানান, আমরা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয় জমা দিতে না পেরে চেয়ারম্যান প্রার্থীদের এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসেও আমরা বাধার সম্মুখীন হয়েছি।’
]শরীফুল ইসলাম [/author]

: আপডেট ১০:০০ পিএম, ০৩ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ