Home / চাঁদপুর / মেঘনায় ১০ দিনে ২৮ নৌকাসহ ৮৩ জেলে আটক
meghna-obijan
ফাইল ছবি

মেঘনায় ১০ দিনে ২৮ নৌকাসহ ৮৩ জেলে আটক

১০ দিন মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর ৮৩ জন জেলে, ২৮টি নৌকা, ৬ লক্ষ ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৩শ’ ৭ কেজি মা ইলিশ জব্দ করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

প্রত্যেক জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে ইলিশ শিকার বিরোধী অভিযানে মেঘনা নদী হতে নৌ পুলিশ প্রত্যেক জেলেকে মাছ শিকার অবস্থায় অবস্থায় আটক করেছে।

এদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসনের নিবার্হী সাজা প্রদান করেন।

নৌ পুলিশ সুপার সুব্রত কুমার হালদার চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। প্রতিদিন আমাদের অভিযানে কোন না কোনো জেলে আটক হচ্ছে।’

তিনি আরো জানান, ‘গত ১০ দিনের অভিযানে চাঁদপুর নৌ-সীমানায় ব্যাপক অভিযান চালিয়ে ৮৩ জন জেলে, ২৮টি নৌকা, ৬ লক্ষ ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৩শ’ ৭ কেজি মা ইলিশ জব্দ করিছি। এছাড়া প্রত্যেক জেলেকে জেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষার্থে নৌ পুলিশের ভূমিকা কঠোর পদক্ষেপ থাকবে।’

প্রশাসনিক তথ্য মতে, গত কয়েক দিনের অভিযানে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগার্ডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে। এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিম পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।

মেঘনায় ১০ দিনে ২৮ নৌকাসহ ৮৩ জেলে আটক

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply