Home / চাঁদপুর / মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
Karadondo
প্রতীকী

মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ অক্টোবর) বিকেলে জেলেদের এ দণ্ডাদেশ দেন চাঁদপুরর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারজানা আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শরীয়তপুরের সখিপুর উপজেলার বাচ্চু বেপারী (৭০), শাহ আলম মাল (৩৮) ও লিটন বাগ (৪৫।

এর আগে অভয়াশ্রমে এসে ইলিশ শিকার অবস্থায় টাস্কফোর্সের টিম তাদের আটক করে। টাস্কফোর্স টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস কর্মকর্তা সফিকুর রহমান চাঁদপুর টাইমসকে জানায়, ‘শনিবার জেলা টাস্কর্ফোসের ৬ টি টিম মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে মা ইলিশ নিধনের দায়ে ৩ জন কে আটক করে কারাদণ্ড দেয়া হয়।

বিচারক আটককৃতদের ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১২:১০ এএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply