Home / চাঁদপুর / চাঁদপুর অাহমাদিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ahamadia Madrasah

চাঁদপুর অাহমাদিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার গভর্ণিংবডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

বক্তব্যে তিনি বলেন, অামাদের অাজকের ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।এজন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষাগুলোকে মনে প্রাণে লালন করতে হবে এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দিতে হবে।

অাজকে মাদ্রাসা শিক্ষায় পবিত্র কোরআণ হাদিস শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষাসহ নানান জাগতিক শিক্ষা গুলোকে সরকার গুরুত্ব দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। যা তার কর্মক্ষেত্রে তাকে স্বপ্নপূরণে সাহায্য করবে।তাছাড়া পরিপূর্ণ মানুষ হিসাবে, দেশপ্রমিক হিসাবে সে গড়ে উঠবে।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ফাজিল শ্রেণীকে ডিগ্রীর মানে উন্নীত করেছেন। কামিল শিক্ষার্থীদের মাস্টার্স সমতুল্ল করেছেন।কওমি মাদ্রাগুলোকে স্বীকৃতি প্রদান করে সনদ প্রাপ্তির অাওতায় এনেছেন। যেসব দাবিদাওয়া বিগত সময়ে অালেম ওলারা করছিলেন তা কেউই পূরণ করতে পারেননি। কিন্তু জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পূরণ করেছেন কাল অারবি ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনস্ত এ

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান,সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী,প্রভাষক মাওলানা অাব্দুল হামিদ,প্রভাষক জহিরুল ইসলাম,সাবেক অভিভাবক সদস্য অালহাজ্ব অাব্দুল জলিল, শিক্ষার্থী অাহমাদ হোসেন,শরীফুল ইসলাম,শাহাদাৎ হোসেন,শরীফ খান প্রমুখ

এ সময় উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য ইকবাল হোসেন,সহাকরী অধ্যাপক মাওলানা অাব্দুল মান্নান,প্রভাষক সুলতানা অাক্তার,সেফায়েত উল্লা খান,প্রভাষক মাওলানা অাব্দুল্লা,সহকারী শিক্ষক বিল্লাল হোসেন,অামিন অাহম্মেদ,মোঃ শহিদুল্লাহ,জিলানী,মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এর অাগে বিদায়ী শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান।

করেসপন্ডেন্ট