Home / চাঁদপুর / বাগাদী চৌরাস্তা-ইচলী-চান্দ্রায় কৃষক ফ্রন্টের সভা
basod

বাগাদী চৌরাস্তা-ইচলী-চান্দ্রায় কৃষক ফ্রন্টের সভা

সরকারের উদ্যোগে আমন মৌসুমে খোদ কৃষকের কাছ থেকে ৪০% লাভে ধান ক্রয়, আলু-পিয়াজ-চাল-চিনি ও তরি তরকারি সহ নিত্যপন্যের দাম কমানো সিন্ডিকেট নিয়ন্ত্রন করে ডিম-মুরগীর দাম নিয়ন্ত্রন
করা।

ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ করে র্নিদলনীর ও নিরপক্ষ সরকারের হাতে হস্তান্তর সিএসির পদত্যাগ, সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ১৪ অক্টোবর ২০২৩ শুক্রবার বিকাল ৫টা, সন্ধ্যা
৭টা সভা অনুষ্ঠিত হয়।

পথসভা গুলোতে বক্তব্য রাখেন- বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি দিপালী রানী, সমাজতান্ত্রিক ক্ষেত মজুদ কৃষক ফ্রন্টের জেলা সদস্য জি.এম
বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদর সভাপতি আবু তাহের বন্দুকসী প্রমুখ।

বক্তারা বলেন- বেকার সমস্যা দূর করার জন্য বন্ধকৃত সকল পাটকল ও চিনি কল চালু করে কৃষকদের উৎপাদিত পাট ও আঁখ ন্যায্যমূল্যে ক্রয় করে শ্রমিক ও কৃষকদের কজের গতি বৃদ্ধি করে সংসারের খাদ্য- চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা মর্যাদা ও সম্মানে নিয়ে বাঁচার জোরালো দাবী জানান।

প্রেস বিজ্ঞপ্তি
১৮ অক্টোবর ২০২৩
এজি