Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার আলিম ছবক ও দোয়া
বাগাদী

বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসার আলিম ছবক ও দোয়া

চাঁদপুর সদর বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ২০২৩ শিক্ষাবর্ষে আলিম (একাদশ) ছবক প্রদান, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মুহাম্মাদ খানের সভাপ্রধানে আরবী প্রভাষক মাও: সাইফুল ইওসলামের সঞ্চালনায় ছবক ও দোয়া অনুষ্টানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য পীরজাদা মো: বরকত উল্যাহ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গিয়াসুদ্দিন সরকার, ইংরেজী প্রভাষক এম ছরওয়ারুল ইসলাম, ইংরেজী প্রভাষক মোঃ হুমায়ুন কবির, মৌলভি মাওলানা আবু বাকার সিদ্দিক, মাওলানা মোজাম্মেল হোসাইন, ইবতেদায়ী শিক্ষক আলি আকবার প্রমুখ। এ সময় অন্যান্য শিক্ষক ও অভিভাবক অনেকেই উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নিয়মিত পাঠ কার্যক্রম বেগবান করতে নানা পরিকল্পনা করা হয়েছে। নবাগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কিতাব বিতরণ করা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২ ফেব্রুয়ারি ২০২৩