Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বাগাদীতে উদ্যোক্তাদের ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী প্রদান
চাঁদপুর সদর

বাগাদীতে উদ্যোক্তাদের ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী প্রদান

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল তথ্য-প্রযুক্তির বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের ১টি ল্যাপটপ, ১ প্রিন্টার ও ১টি প্রজেক্টর তুলে দেয়া হয়। এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যান ট্রাস্ট ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এবং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

এসময় মো. মহিবুবুল আহসান সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যান ট্রাস্ট ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এবং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্য-প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। সরকারের এই উন্নয়ন-অগ্রযাত্রার সুফল গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। যার ফলে প্রত্যন্ত গ্রামের মানুষরাও তথ্য-প্রযুক্তির সকল সুযোগ-সুবিধা ভোগ করছে।

তিনি আরো বলেন, আমাদের ইউনিয়বাসীকে আরো সহজে সেবাপ্রাদনের লক্ষে উদ্যোগতাদের জন্য এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে ১টি ল্যাপটপ, ১ প্রিন্টার ও ১টি প্রজেক্টর প্রদান করা হলো। এর মাধ্যমে এই ইউনিয়নের নাগরীক অনেক সেবা- সহযে ভোগ করতে পারবেন।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২২ এপ্রিল ২০২১