কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসা এতিমখানায় মৌলভী আব্দুল মজিদ মুন্সীর হেফজ বিভাগ ও একাডেমিক নতুন ভবনের তৃতীয় তলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি একেএম আব্দুল্লাহ আল বাকী। মাদ্রাসার সভাপতি হাজী সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কাউছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিনের ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সরকার,নতুন মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা হারুনুর রশিদ ও বাইছারা পুরাতন মাদ্রাসার মুহতামিম মাওরানা মো. সফিকুল ইসলাম। এসময় মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসা এতিমখানায় মৌলভী আব্দুল মজিদ মুন্সীর হেফজ বিভাগ ও একাডেমিক নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সামজসেবক একেএম আব্দুল্লাহ আল বাকী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur