বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত চেয়ারম্যান হলেন কচুয়ার রহিমানগরের কৃতি সন্তান ড. মুহাম্মদ আলমগীর।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থজনিত কারনে তাঁকে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়। ড. মুহাম্মদ আলমগীর কচুয়া উপজেলার ১০নং গোহট ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি এ পদে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ আগস্ট ২০২৩