এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। কয়েক ঘণ্টা বাদেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভরতের মধ্যকার এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি। এ নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এলাকায় নেমেছে ক্রিকেটপ্রেমীদের ঢল।
এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগাররা জিততে পারলেই নতুন ইতিহাস রচনা হবে বাংলাদেশের ক্রিকেটে। ইতিহাসের সাক্ষী হতেই মাঠে বসে খেলা দেখতে চান হাজারো ভক্ত-সমর্থক।
আর যারা টিকিট পাননি তারা এই ম্যাচের সাক্ষী হতেই ভিড় জমাচ্ছেন মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম এলাকায়। উদ্দেশ্যে হৈ হুল্লা করে ম্যাচটির আনন্দ ভাগাভাগী করে নেয়া।
আজ রাজধানী ঢাকা যেন মিরপুর অভিমুখী। মিরপুর স্টেডিয়াম এলাকায় মানুষের ঢল দেখেই বুঝা যাচ্ছে তারা কতটাই উত্তেজিত এই ম্যাচকে কেন্দ্র করে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৩৩ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur