চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, এফবিসিসিআই-এর পরিচালক রাশেদুল হক চৌধুরী রনি।
জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজলো আওয়ামী লীগরে সভাপতি রুহুল আমনি, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, স্বর্ণপদক প্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।
প্রতিবেদক: কামাল হোসেন খান
২৮ নভেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur