Home / জাতীয় / বাংলাদেশে দূতাবাস চায় আর্জেন্টিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশে

বাংলাদেশে দূতাবাস চায় আর্জেন্টিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের উন্মাদনা দেখে দেশটি এ দেশে তাদের দূতাবাস খুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার সকালে রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন আর্জেন্টিনার খেলা নিয়ে বাংলাদেশের উচ্ছ্বাস তাদের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বার্তা পাঠিয়েছিলেন একটা টুইট করে। প্রধানমন্ত্রী গত পরশু দিন অভিনন্দন জানিয়ে আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে একটা চিঠি দিয়েছেন এবং তার প্রত্যুত্তরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি চিঠিটাকে ছবি দিয়ে ট্যাগ করে টুইট করেছেন।

তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি আর্জেন্টিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান। দুই দেশের সম্পর্ক গভীর করতে চান এবং তিনিও বলেছেন যে, তারা তাদের দূতাবাস খোলার কার্যক্রমটি এগিয়ে নিতে চান। আমরা আশাবাদী। খুব বেশি সময় লাগার কথা নয়।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আলোচনা কিন্তু ক্লোজ ডোরে হয় কিন্তু এবার আলোচনাটা ওপেন ফ্লোরে হয়েছে। ওপেন ফ্লোরে যখন আলোচনা হয়, তখন তারা কিন্তু অলরেডি কমিটেড হয়েই গেছেন। তা না হলে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু ফাইল চালাচালি হয়, নেগোসিয়েশন হয় তারপর অ্যানাউন্সের সময় জনগণ জানতে পারে।

বার্তা কক্ষ, ২১ ডিসেম্বর ২০২২