Home / চাঁদপুর / ‘বাংলাদেশে এখন আর ন্যায়বিচার নেই’
‘বাংলাদেশে এখন আর ন্যায়বিচার নেই’

‘বাংলাদেশে এখন আর ন্যায়বিচার নেই’

চাঁদপুরে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার সমন্বয়কারী অধ্যাপক দেলোয়ার হোসেন খান বলেছেন, বাংলাদেশে এখন আর কোনো ন্যায়বিচার নেই। যদি ন্যায় বিচার থাকতো তবে চারদিকে এমনসব হত্যাকান্ডের ঘটনা ঘটতো না। দেশ এখন এক ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই।

শনিবার বিকেলে শহরের বিপনীবাগ পার্টি হাউসে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন করে কোনো লাভ নেই। আগে গণতন্ত্র পরে উন্নয়ন। কারণ মানুষ বিলাসিতা আগে তার জীবনের নিরপাপত্তা চায়। মানুষ চায় তার রাষ্ট্রীয় অধিকার। অথচ দেশ থেকে আজ গণতন্ত্রকে কবর দেয়া হচ্ছে।

দলের সুবিধাবাদী পার্টি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা সময় চাঁদপুর ছিলো জাতীয় পার্টির অন্যতম ঘাঁটি। এই জেলা জাতীয় পার্টি থেকে ৩ জন মন্ত্রী ছিলো। কাজেই যারা সুবিধা পার্টি তারা জাতীয় পার্টি ছেড়ে দিন। কারণ আমাদের নেতা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ গণমানুষের রাজনীতি করেন। দেশের শান্তি ও উন্নয়নের জন্য এরশাদের প্রয়োজন। এরশাদের ৯ বছরের ক্ষমতায় থাকাকালীন কোনো এমপি, মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। এদেশের মানুষের কষ্ট মুছে দিতে এরশাদ সরকারের বিকল্প নেই। উন্নয়ন যদি কোনো সরকার করে থাকে তাহলে হোসেন মোহাম্মদ এরশাদই করেছে।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মিজানুর রহমান খান ও যুগ্ম-আহ্বায়ক বি এম নুরুজ্জামানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. সফিউল্লাহ সফি, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন পাটওয়ারী, হারুনুর রশীদ মুন্সি, এস এম সেলিম, আউয়াল মিয়াজী, কাইয়ুম খান, আব্দুল মান্নান মোল্লা, সিরাজুল ইসলাম সিরু মিজি, কেন্দ্রীয় যুব সংহতির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শওকত আখন আলমগীর, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন মাইনু, জেলা জাতীয় পার্টির সদস্য আবুল কালাম আজম, শাহাজাহান মাতাব্বর, মো. মনিরুল ইসলাম খান, আবুল হাসেম দর্জি, শাহালম মিজি, আবু জায়েদ ভূঁইয়া, মমতাজ উদ্দিন মন্টু গাজী, ফেরদৌস খান, নিজুম পাটওয়ারী, নাজমুল গাজী, আলম তালুকদার প্রমুখ।

]আশিক বিন রহিম[/author]

||আপডেট: ১০:৪৫  অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০১৬, শনিবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply