Home / চাঁদপুর / বাংলাদেশের সাফল্যে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে সাংস্কৃতিক অনুষ্ঠান
sangskritk

বাংলাদেশের সাফল্যে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে সাংস্কৃতিক অনুষ্ঠান

এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরনে যোগ্যতা অর্জনের সাফল্য কর্মসূচি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের বড়স্টেশন পর্যটন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওতক ওচমান. অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাইনুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার সহ জেলা প্রশাসনের কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেবৃন্দ ।

বর্ণচোরা নাট্যগোষ্টির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন চম্পক সাহা, রুপালী চম্পাক, কৃষ্ণা সাহা, তৃষ্ণা বণিক, তাহমিনা হারুন, মনিষা চক্রবর্তী, অনিতা নন্দী, মৃণাল সরকার, মৌমিতা আচার্যী, স্বর্ণালী দাস।

যন্ত্রসংগীতে ছিলেন শুব্র রক্ষিত, সিজার মজুমদার. এইচ এম বাতেন, রাজিব। এছাড়াও সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর নৃত্য পরিচালনায় বিভিন্ন গানের সাথে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা।

প্রতিবেদক- আশিক বিন রহিম