চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ আদালত পাড়া মোড়ে রব মঞ্জিলে সিপি বার্গার কিং নামে ফাস্টফুড এন্ড মিনি চাইনিজ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধন উপলক্ষে দোয়া, মিলাদ ও ফিতা কেটে সিপি বার্গার কিং এর কার্যক্রম শুরু করা হয়।
এ সময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জিল্লুর রহমান জুয়েল, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শাহজাহান, পুরান আদালত পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কন্টাঃ ফারুক আহমেদ আখন্দ, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, রব মঞ্জিলের মালিক মো. হাসানুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির মিয়াজী, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ বিভিন্ন অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠান পরিচালনাকারীদের মধ্যে বিল্লাল হোসাইন, রেজাউল ইসলাম রকি, সাব্বির, বাপ্পি উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন পুরান আদালত পাড়া জামে মসজিদের মোয়াজ্জেন আবু হানিফ।
প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী সোলায়মান হোসেন রাজু জানায়, এখানে চিকেন বার্গার, বিফ বার্গার, হিলশা বার্গার, পিজ্জা, স্পেশাল পাস্তা, স্পেশাল ফ্রাইড রাইচ,স্যুপ, কফি, জুস ও আইসক্রীম পাওয়া যাবে। প্রথম ৭দিন ২০% ডিসকাউন্ট থাকবে।
এছাড়া হোম ডেলিভারির সু-ব্যবস্থা রয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur