Home / সারাদেশ / বরিশাল ছয় পৌরসভা নির্বাচন : বিএনপিতে নতুন মুখ, আ’লীগে পরিবর্তন
বরিশাল ছয় পৌরসভা নির্বাচন : বিএনপিতে নতুন মুখ, আ’লীগে পরিবর্তন

বরিশাল ছয় পৌরসভা নির্বাচন : বিএনপিতে নতুন মুখ, আ’লীগে পরিবর্তন

বরিশালের ছয়টি পৌরসভায় নির্বাচন ৩০ ডিসেম্বর। এখানে বিএনপির প্রার্থীরা সবাই নতুন মুখ। আ’লীগের বানারীপাড়ার পৌরমেয়রের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগ সভাপতির নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। সোমবার রাতে সংসদীয় কমিটির সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে মেয়র প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি।

নির্বাচনের সময় পেছানোর দাবি তোলায় বিএনপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা দুয়েকদিন পরে হতে পারে বলে জানান জেলা বিএনপির দফতর সম্পাদক মো. নূরুল আলম রাজু।

বরিশাল জেলা বিএনপি (উত্তর) সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ জানান, তার জেলার অধীন ৩টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, গৌরনদী পৌরসভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফকির ও মুলাদি পৌরসভার বিএনপি নেতা হারুন অর রশীদ খান।

জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন জানান, তারা বানারীপাড়া পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবরি রহমান মাস্টার, বাকেরগঞ্জে পৌর বিএনপির আহবায়ক মতিউর রহমান মোল্লা আর উজিরপুর পৌরসভায় শহীদ হোসেন খানের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে যেকোনো ধরনের সমস্যার কথা মাথায় রোখে এ তালিকার সঙ্গে দ্বিতীয় পছন্দের প্রার্থীর তালিকাও পাঠিয়েছেন।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন বোর্ডের সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি জানান, উজিরপুর পৌরসভায় উপজেলা যুবলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন, বাকেরগঞ্জে বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়া, গৌনদীর বর্তমান মেয়র মো. হারিচুর রহমান, মেহেন্দিগঞ্জে বর্তমান মেয়র মো. কামাল উদ্দিন খান, মুলাদীতে বর্তমান মেয়র সফিক উজ্জামান রুবেল স্থানীয় মনোনয়ন বোর্ডের তালিকায় রয়েছেন। কেবল বানারীপাড়া পৌরসভায় বর্তমান মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে মেয়র নির্বাচনের জন্য নাম প্রস্তাব করে কেন্দ্র পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় সংসদীয় কমিটির বৈঠকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত এমপি যোগ দেবেন। সেখানে দলীয় সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেয়র প্রার্থীরে বেলায়।

জেলা নির্বাচন অফিসার আ. হালিম খান বলেন, ‘এখন পর্যন্ত তাদের ঘোষিত ৩ তারিখ মনোনয়ন জমা দেওয়া ও ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। এবারে বরিশাল জেলার বানারপাড়া পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৪৪৬ জন, নবগঠিত উজিরপুর পৌরসভায় ১০ হাজার ২৯৭ জন, বাকেরগঞ্জে ১২ হাজার ৫০১, মুলাদীতে ১৪ হাজার ৮৪০, মেহেন্দিগঞ্জ পৌরসভায় ২১ হাজার ৬৬৭ ও গৌরনদীতে ২৭ হাজার ৮৯৮ ভোটার মিলিয়ে ৯৪ হাজার ৬৪৯ ভোটার ভোট প্রয়োগ করতে পারবেন।

নিউজ ডেস্ক || আপডেট: ১০:১১ পিএম,৩০ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর