Home / সারাদেশ / বজ্রপাতে দেড় মাসে ৬৬ জনের মৃত্যু
বজ্রপাতে-মৃত্যু-

বজ্রপাতে দেড় মাসে ৬৬ জনের মৃত্যু

দেশে চলতি বছরের মার্চের ১৫ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত ৬৬ জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। আর গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মে মাসের ৩ তারিখ পর্যন্ত বজ্রপাতে প্রাণ হারানোর সংখ্যা ৩৪০। বজ্রপাত নিয়ে সচেতনতামূলক কাজ করা দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম বা এসএসটিএফের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

বজ্রপাতে হতাহতের বাৎসরিক চিত্র বৃহস্পতিবার ৪ মে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান করা হয়েছে।

এসএসটিএফের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বজ্রপাতে প্রথম মৃত্যু হয় মার্চের ১৫ তারিখ। ওই দিন থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত মারা যাওয়া ৬৬ জনের ৬৩ জনই পুরুষ, নারী তিনজন। শিশু দু ‘জন। এদের ৫১ জন মারা গেছেন কৃষিকাজে গিয়ে। মাছ শিকারে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আম কুড়াতে গিয়ে মারা গেছেন একজন। বাড়ির আঙিনায় খেলা করার সময় মৃত্যু হয়েছে তিনজনের। মৃত্যু ছাড়াও এ সময়ের মধ্যে আহত হয়েছেন আটজন।

এসএসটিএফ জানায়, চলতি বছরের মার্চের ১৫ তারিখ থেকে পরের ১৫ দিনে মারা গেছেন ১৫ জন। এপ্রিল মাসজুড়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। মে মাসের শুরু থেকে ৩ তারিখ পর্যন্ত বজ্রাঘাত কেড়েছে একজনের প্রাণ।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বজ্রাঘাতে মৃত্যু বেশি হয়েছে সিলেট বিভাগে। এ বিভাগে সুনামগঞ্জে সাতজন মারা গেছেন; সিলেট জেলায় পাঁচজন।

৪ মে ২০২৩
এজি