চাঁদপুরে স্কুলের বালক-বালিকা ফুটবল দল অংশ গ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল প্রতিযোগিতা ২০১৭। ৮ মে সকাল দশটায় টুর্নামেন্টে অংশ নেয় পুরাণবাজার বালিক , রঘুনাথপুর সপ্রাবি, বালক সপ্রাবি, আখন্দ বাড়ি সপ্রাবি,র্ জাফরাবাদ সপ্রাবি, বালক সপ্রাবি ও বালিকা সপ্রাবি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর কাউন্সিলর মোহাম্মাদ আলী মাঝি।
এ সময় উপস্থিত ছিলেন-টুর্নামেন্ট কমিটির আহবায়ক আ. বাতেন মিয়াজীর সভাপ্রধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মধুসূদন হাইস্কুল কমিটির সদস্য জাকির হোসেন খান সিপন, প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, সহকারী শিক্ষক উত্তম প্রসাদ, দূর্গা রায়, লিপিকা রাণী ভৌমিক, জলি রাণী, কামররুন নাহারসহ অন্যরা। খেলা পরিচালনা করেন শিক্ষক সুব্রত রায় ও সুপ্রিয় দত্ত।
চাঁদপুরের পাঁচটি ভেন্যুতে এ টুর্নামেন্ট অনুষ্টিত হবে। এ ভেন্যুতে পুরাণবাজারের সাতটি স্কুলের বালক ও বালিকা ফুটবল দল অংশ গ্রহণ করব
প্রতিবেদক:কবির হোসেন মিজি
আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ পিএম, ৮ মে ২০১৭, সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur