Home / উপজেলা সংবাদ / বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবলীগ’র শোকসভা
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবলীগ’র শোকসভা

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা যুবলীগ’র শোকসভা

নাজমুল তালুকদার | আপডেট: ০৬:২৩ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার

জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা যুবলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী।

পনে আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদসস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পনে আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদসস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমূল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সামসুল ইসলাম মন্টু পাটোয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ. রব ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সালাউদ্দিন মো. বাবর, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান দোলন, সাধারণ সম্পাদক মনসুর রহমান, সদর উপজেলার যুগ্ম-সম্পাদক রাশেদুর রেজা ফারুক, মনির ঢালী, সাংগঠনিক সম্পাদক ফারুক ভূইয়া, সদস্য মানিক খান, নয়ন গাজী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন, ‘১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে যারা হত্যা করেছে তারা জাতির শত্রু। ওই ১৫ আগস্ট তাই জাতির জন্যে একটি কালো অধ্যায়। আমরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করছি।’

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫