রাজনীতি

‘বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র হলে ইতিহাস বিকৃতি হতো না’

বঙ্গবন্ধুকে নিয়ে যদি অনেক আগেই পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা যেতো, তাহলে মহান মুক্তিযুদ্ধ নিয়ে এতো ইতিহাস বিকৃতি হতো না। তবে তরুণ প্রজন্মের জন্য জাতির পিতাকে নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ হওয়া এখনও জরুরি। তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ডকুমেন্টারি ফিল্ম উৎসব-২০১৫’র সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান এ কথা বলেন।

শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজা মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাংবাদিক রেদুয়ান খন্দকার। সমাপনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রফিকুজ্জামান, শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক ও আবৃত্তিকার শফি কামাল, আব্দুল মোমেন লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন মোমেন প্রমুখ।

প্রেস ক্লাব সভাপতি বলেন, শিল্প-সংস্কৃতিকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তা না হলে চাপাতি-জঙ্গীবাদ এগিয়ে যাবে। এ জন্য সুস্থধারার চলচ্চিত্র একান্ত প্রয়োজন।

নিউজ ডেস্ক ।। আপডেট: ০৫:২১ পিএম, ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ

Share