Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বর্ষের বই বিতরণ
sengown

সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বর্ষের বই বিতরণ

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে শিক্ষার্থী দের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে ।

১ জানুয়ারি রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন প্রধান শিক্ষক মো.আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদরের আশিকাটিি ইউপি’র চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন পাটওয়ারী ।

বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো.আব্বাস উদ্দিন মজুমদার , অভিভাবক বাবুল পাটওয়ারী,এসএম জামান চৌধুরী ও সহকারী শিক্ষক আবদুল করীম । উপস্থাপনা করেন শিক্ষক আবদুল গনি।

বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও চাঁদপুর-হাইমচরের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলেন, নতুন বছরের প্রথম দিনেই আজ রোববার জেলায় জেলায় শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব ।

আমাদের স্কুলেও ঔ বই এসেছে । সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাক-প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হচ্ছে। এর আগে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এরই অংশ হিসেবে আজ রোববার আমাদের এ বিদ্যাপীঠে বই বিতরণ করছি ।

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩
এজি