সারাদেশের ন্যায় চাঁদপুরেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ১ জানুয়ারি রোববার সকাল দশটায় চাঁদপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর মধ্যে চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর চাঁন মিয়া মাঝি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীজ আক্তারের সভাপতিত্বে ও শিক্ষক সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মো.নুরুল আলম খান পলাশসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সিনিয়র করেপন্ডেন্ট
১ জিানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur